রাজীবুল হাসান, কারাগারের ফটক থেকে : একাত্তরে মুক্তিযুদ্ধ চলাকালে মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা মীর কাসেম আলীর পরিবারের সদস্যরা কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে বের হয়েছেন।

সন্ধ্যা ৬টা ৪২ মিনিটে তারা কারাগার থেকে বের হন।

মীর কাসেম আলী স্ত্রী উপস্থিক সাংবাদিকদের বলেন, কাসেম আলী মৃত্যুকে ভয় পায় না। তিনি স্বাভাবিক আছেন। তিনি আরো বলেন, কাসেম আলীর মৃত্যু হবে শহীদী মৃত্যু।

উল্লেখ, শনিবার বিকেলে কাশিমপুর কারাগারে যুদ্ধাপরাধী রাজাকার কাসেম আলীর সাথে দেখা করতে আসে ৬টি গাড়িতে শিশুসহ ৪৫ জন।

(আরএইচআর/অ/সেপ্টেম্বর ০৩, ২০১৬)