স্টাফ রিপোর্টার : মানবতাবিরোধী অপরাধে সর্বোচ্চ দণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা মীর কাসেম আলীর ফাঁসি কার্যকর করতে চূড়ান্ত মহড়া শেষ হয়েছে।

বিকেলে কারাগারের ভেতরে ফাঁসির মঞ্চে চূড়ান্ত মহড়ায় চার জল্লাদ দ্বীন ইসলাম, শাহজাহান, রিপন ও শাহীন অংশ নিয়েছেন বলে জানিয়েছে গাজীপুরের কাশিমপুর কারাগার-২ সূত্র।

যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে শনিবার (৩ সেপ্টেম্বর) রাজধানীতেও ৬ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

বর্ডার গার্ড বাংলাদেশ’র (বিজিবি) জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা (পিআরও) মহসীন রেজা এ তথ্য উত্তরাধিকার ৭১ নিউজকে জানান।

তিনি বলেন, গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার এলাকায় সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। গাজীপুরের জেলা প্রশাসকের চাহিদা অনুসারে কারাফটক ও এর আশপাশের এলাকাসহ পুরো গাজীপুরে চার প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। সন্ধ্যা থেকে গাজীপুরে টহল দিচ্ছে চার প্লাটুন বিজিবি সদস্য।

কিশোর মুক্তিযোদ্ধা জসিম উদ্দিন আহমেদকে নির্যাতনের পর খুনের দায়ে জামায়াত নেতা মীর কাসেম আলীকে ফাঁসিকাষ্ঠে ঝুলানোর রায় দেন ট্রাইব্যুনাল।

ফাঁসির রায়ের পুনর্বিবেচনা চেয়ে মীর কাসেমের রিভিউ আবেদন খারিজ করে মঙ্গলবার (৩০ আগস্ট) সকালে এ রায় ঘোষণা করেন প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বে পাঁচ বিচারপতির আপিল বেঞ্চ।

(ওএস/অ/সেপ্টেম্বর ০৩, ২০১৬)