স্টাফ রিপোর্টার :প্রকাশক ফয়সল আরেফিন দীপন হত্যা ও প্রকাশক টুটুলকে হত্যা চেষ্টায় পাঁচজনকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। শনিবার রাতে টঙ্গি রেলওয়ে স্টেশন থেকে তাদের গ্রেফতার করা হয়।
 

গ্রেফতারকৃতরা হলেন- আব্দুস সবুর, রাজু, সাদ, সামাদ, সুজন।

গতবছর অক্টোবরের ৩১ তারিখ বিকালে আজিজ সুপার মার্কেটের তৃতীয় তলায় জাগৃতি প্রকাশনীর কার্যালয়ে ফয়সল আরেফিন দীপনকে কুপিয়ে হত্যা করা হয়। ওই প্রকাশনা থেকে জঙ্গি হামলায় নিহত অভিজিৎ রায়ের ‘বিশ্বাসের ভাইরাস’ বইটি প্রকাশ করা হয়েছিল।

সেদিনই এর আগে অভিজিতের বইয়ের আরেক প্রকাশনা সংস্থা শুদ্ধস্বরের কার্যালয়ে ঢুকে এর কর্ণধার আহমেদুর রশীদ চৌধুরী টুটুলসহ তিনজনকে কুপিয়ে আহত করে সন্ত্রাসীরা।





(ওএস/এস/সেপ্টেম্বর০৪,২০১৬)