মুন্সিগঞ্জ প্রতিনিধি : সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বর্তমানে রাস্তার কোনো সমস্যা নেই যানজট হচ্ছে দুর্বল ড্রাইভের কারণে। এছাড়া ঈদুল আযহার পশুবাহী ফিটনেস বিহীন গাড়িগুলো রাস্তায় বিকল হয়ে পড়ে যানজট সৃষ্টি করে।

রবিবার দুপুর ১টায় মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া চৌরাস্তায় বিআরটিএর মোবাইল কোর্ট পরিচালনা পরিদর্শনকালে মন্ত্রী একথা বলেন।

আসন্ন ঈদ উপলক্ষে যাত্রীসাধারণের যাত্রা নির্বিঘ্ন করতে সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। দেশের কোনাে মহাসড়কে কোথাও কোনো যানজট হবে না বলেও জানান তিনি।

এসময় মন্ত্রী আরো বলেন, আজ সারাদেশের বিভিন্ন পয়েন্টে মোবাইল কোর্ট পরিচালনা হচ্ছে। কেরানীগঞ্জের তেঘরিয়া ও মাওয়া চৌরাস্তা মিলিয়ে ৩৪টি মামলা হয়েছে এবং ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এরমধ্যে বড় গাড়িসহ মোটরসাইকেল, ব্যটারিচালিত ইজিবাইক ও অটো রিকশা রয়েছে।

এছাড়া আশুলিয়া সাভারে গার্মেন্টসগুলো একই সময় ছুটি হয় তখন হাজার হাজার শ্রমিক রাস্তায় চলে আসে। আশা করি এবারের ঈদ যাত্রা আরামদায়ক হবে। যাত্রীরা স্বস্তিতে গন্তব্যে যেতে পারবে। পুলিশ, স্কাউট, গাড়ির মালিক ও সাংবাদিক সকলের সহযোগিতা থাকবে।

মাওয়া চৌরাস্তায় মোবাইল কোর্ট পরিচালনা করেন বিআরটিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আব্দুস সালাম। বেলা ১১ থেকে দুপুর ২টা পর্যন্ত এ মোবাইল কোর্ট চলে। এসময় বিভিন্ন ক্যাটাগরির ১১টি মামলা করা হয় এবং ২১ হাজার ২০০ টাকা জরিমানা আদায় করা হয়।

(ওএস/এএস/সেপ্টেম্বর ০৪, ২০১৬)