স্টাফ রিপোর্টার : ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার এক ঘণ্টা শেষে ১৩০ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের শুরু হয় সূচকের ঊর্ধ্বমুখী ধারায়। এই সময়ে ডিএসইর সকল মূল্য সূচক বেড়েছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান বা ডিএসএক্স সূচক ২১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪ হাজার ৪২৩ পয়েন্টে। আর শরীয়াহ সূচক বা ডিএসইএস ৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ১৭ পয়েন্টে। এছাড়া ডিএস৩০ সূচক ১২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৬৭৩ পয়েন্টে।

ডিএসইতে এক ঘণ্টায় লেনদেন হয়েছে ১৩০ কোটি ৫৫ লাক টাকার শেয়ার। মোট লেনদেনে অংশ নিয়েছে ২৪০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১৬৪টির, কমেছে ৫২টির এবং অপরিবর্তিত রয়েছে ২৪টির কোম্পানির শেয়ার।

(ওএস/এটিআর/জুন ১১, ২০১৪)