কুষ্টিয়া প্রতিনিধি : জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, যুদ্ধাপরাধী মীর কাসেম আলীর পক্ষে পাকিস্তান দরদ দেখিয়ে আবারো প্রমান করলো যে তাদের গণহত্যা, গণনির্যাতন ও যুদ্ধাপরাধের পুরনো খাসিলত এখনো বদলায় নি। সেই সাথে পাকিস্তান কর্তৃপক্ষ দরদ দেখানোর মধ্যে দিয়ে এটাও প্রমাণ করলো মীর কাসেম আলী পাকিস্তানের রক্ত সম্পর্কিত ভাই।

আজ মঙ্গলবার দুপুরে কুষ্টিয়ার মিরপুর উপজেলার কল্যাণপুর, গোবিন্দপুর ও তাতিবন্দ সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন শেষে “যুদ্ধাপরাধী মীর কাসেম আলীকে নিয়ে পাকিস্তানের প্রতিবাদ প্রসঙ্গে” সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, পাকিস্তানকে পৃথিবীর গণতন্ত্রের ক্লাবে থাকতে হলে তাদের সন্ত্রাসী লালন ও রপ্তানির বদ অভ্যাস পরিহার করতে হবে।

এ সময় কেন্দ্রীয় জাসদের সাংগঠনিক সম্পাদক আব্দুল আলিম স্বপন, জেলা জাসদের সভাপতি গোলাম মহসিন, সাংগঠনিক সম্পাদক অশীত কুমার সিংহ রায়সহ জাসদের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

(কেকে/এএস/সেপ্টেম্বর ০৬, ২০১৬)