মানিকগঞ্জ প্রতিনিধি : পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটের উভয় ঘাটে পারের অপেক্ষায় রয়েছে সাড়ে ছয় শতাধিক গাড়ি।

বুধবার সকাল সাড়ে ৭টায় বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাটের সহকারী ব্যবস্থাপক মো. খোরশেদ আলম জানান, স্রোত ও ভাঙনের কারণে দৌলতদিয়ার চারটি ঘাটের মধ্যে দুই ও তিন নম্বর ঘাটের মেরামতের কাজ চলছে। ফলে গাড়ির বাড়তি চাপ পড়েছে অপর দুই ঘাটে। এতে নদী পার হতে দীর্ঘ সময় অপেক্ষায় থাকতে হচ্ছে। এ ঘাটে গরুসহ বিভিন্ন পণ্যবাহী দুই শতাধিক ট্রাকসহ পাঁচ শতাধিক গাড়ি পারের অপেক্ষায় রয়েছে।

তিনি আরো জানান, এ নৌ-রুটে ১৮টি ফেরির মধ্যে ছোট-বড় ১২টি ফেরি চলাচল করছে।

অপরদিকে, বিআইডব্লিউটিসির পাটুরিয়া ঘাটের সহকারী ব্যবস্থাপক মহিদ্দীন রাসেল জানান, এ ঘাটে পণ্যবাহী দেড় শতাধিক ট্রাক পারের অপেক্ষায় রয়েছে। তবে এর মধ্যে যাত্রীবাহী কোচ ও ছোট গাড়ির চাপ তেমন নেই।

(ওএস/এএস/সেপ্টেম্বর ০৭, ২০১৬ )