ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার আঠারবাড়ি ডিগ্রি কলেজ সরকারিকরণের দাবিতে শিক্ষক শিক্ষার্থী ও এলাকাবাসী মানববন্ধন করেছেন ।

বুধবার দুপুরে রবীন্দ্র স্মৃতিবিজড়িত আঠারবাড়ি ডিগ্রি কলেজ চত্বরে মানববন্ধন শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয় । কলেজ সরকারিকরণে প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত বাস্তবায়নের দাবিতে বক্তব্য রাখেন কলেজের সাবেক প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ইয়াকুব আলী,ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন,উপাধ্যক্ষ অজয় কিশোর চৌধুরী, গভর্নিং বোর্ডের সদস্য আমিন ইউ এইচ সিদ্দিকী, জোবের আলম কবীর রুপক,সহকারী অধ্যাপক খায়রুল কবীর নিয়োগী, সাহানা আক্তার, প্রভাষক আব্দুল গণি, শামীম মিয়া প্রমুখ।

(এনআইচএম/এএস/সেপ্টেম্বর ০৭, ২০১৬)