অবেলা

দরাজ নীল সাগর পাড়ে,
দাঁড়িয়ে তোমায় খুঁজছি..
ঢেউয়ের শুভ্র পবিত্রতায়,
আলতো স্পর্শে ভিজছি—

নোনা হাওয়ার মাতন,
ঝাউয়ের শরীর ছুঁয়ে,
খেলছে যখন তখন—

সেই চাঁদ যা সাক্ষী ছিলো,
দেখতো কত খেলা—
যাওয়ার আগে ফিরিয়ে দিত,
আমার সারাবেলা—

আজও ঠিক এমনিভাবেই,
ছড়িয়ে সুররাশি—
শুধু না গাঁথা কথার মাঝে,
পুড়ছে একা বাঁশি ৷৷