লোহাগড়া (নড়াইল)  প্রতিনিধি : পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে নড়াইলের লোহাগড়া উপজেলার তিনটি ইউনিয়নে দরিদ্রদের মাঝে  ভিজিএফের চাউল বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার সকাল ১১ টায় লক্ষীপাশা সিদ্ধেশ্বরী কালি বাড়ির নাট মন্দির চত্বরে লক্ষীপাশা ইউপির চাল বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সেলিম রেজা।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন লক্ষীপাশা ইউপি চেয়ারম্যান কাজী বনি আমিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম, প্রকল্প কর্মকর্তা আনোয়ার হোসেন, ট্যাগ অফিসার ও উপ-সহকারী কৃষি কর্মকর্তা সিকদার ইমরানুর রহমান, ইউপি সদস্য জিরু কাজী, রবি মোল্লা, হাদিয়ার মল্লিক প্রমুখ। পরে ওই ইউনিয়নের ১৮৩৮ জন দরিদ্রদের মাঝে ১০ কেজি করে ভিজিএফের চাউল বিতরণ করা হয়। অনুরুপ ভাবে ইতনা ইউনিয়নে ৪ হাজার ৪ শত জন ও নোয়াগ্রাম ইউনিয়নে ৩ হাজার ৩শ’ জনের মাঝে ১০ কেজি করে ভিজিএফের চাউল বিতরণ করা হয়।

(আরএম/এএস/সেপ্টেম্বর ০৮, ২০১৬)