মেহেরপুর প্রতিনিধি : ‘অতীতকে জানবো, আগামীকে গড়বো’ এ প্রতিপাদ্য মেহেরপুর জেলা প্রশাসন এবং উপানুষ্ঠনিক শিক্ষাব্যুরোর যৌথ উদ্যোগে বিশ্ব সাক্ষরতা দিবস পালিত হয়েছে।

দিবসটি পালনে বৃহস্পতিবার সকাল ৯ টার দিকে অতিরিক্ত জেলা প্রশাসক রশিদুল মান্নাফ কবীর জেলা শিল্পকলা একাডেমি মোড় থেকে একটি র‌্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসন কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক পরিমল সিংহের সভাপতিত্বে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবসের উপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক রশিদুল মান্নাফ কবীর, উপপরিচালক হেমায়েত হোসেন, প্রেস ক্লাব সভাপতি রশিদ হাসান খান আলো, সেভ দ্যা চিলড্রেনের ডেপুটি ম্যানেজার খলিলুর রহমান, সিডিপির পরিচালক প্রবঞ্জন বিশ্বাস ও ব্র্যাক ম্যানেজার মোশারেফ হোসেন সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ছাত্র-ছাত্রী, সরকারি-বেসরকারি অফিসের কর্মকর্তা-কর্মচারি র‌্যালি ও আলোচনা সভায় অংশ গ্রহন করেন।

(এমআইএম/এএস/সেপ্টেম্বর ০৮, ২০১৬)