চট্টগ্রাম প্রতিনিধি : সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়েদুল কাদের বলেছেন, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) বিশৃঙ্খলার কারণে জনগণ উন্নয়নের সুফল পাচ্ছে না বরং তাদের প্রতিনিয়ত ভোগান্তি হচ্ছে। বৃহস্পতিবার দুপুর ১টার দিকে চট্টগ্রাম নগরীর সিটি গেইট এলাকায় বিআরটিসি পরিচালিত মোবাইল কোর্ট পরিদর্শনের সময় এ কথা বলেন।

সিডিএ’র সমালোচনা করে মন্ত্রী বলেন, যত্রতত্র ফ্লাইওভার না করে রাস্তা মেরামত করুন এবং ভবিষ্যতে নগরীতে মেট্রোরেল নির্মাণ করার পরিকল্পনা করুন। ঈদে ঘরমুখী মানুষের যাত্রা নির্বিঘ্ন করা একটি কঠিন চ্যালেঞ্জ। এছাড়া পশুরহাট রাস্তার পাশে থাকায় ও পশুবাহী গাড়ীগুলো ধীরগতিতে চলার কারণে যাত্রাপথে যানজট বাড়ছে।

এছাড়া আগামী ১০ অক্টোবর থেকে ১৫ অক্টোবরের মধ্যেই কর্ণফূলী টানেল নির্মাণ কাজের উদ্বোধন করা হবে বলেও জানান তিনি।

(ওএস/এএস/সেপ্টেম্বর ০৮, ২০১৬)