বাগেরহাট প্রতিনিধি : হতদরিদ্র জনগোষ্ঠীর মাঝে বর্তমান সরকারের নির্বাচনী ইস্তেহার অনুযায়ী ১০ টাকা দরে চাল বিতরণ কার্যক্রম শুরু করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার গোটাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে খাদ্য বান্ধব কর্মসূচির আওতায় বাগেরহাটের ৯টি উপজেলায় প্রায় ৯০ হাজার পরিবারের মাঝে ১০ টাকা দরে চাল বিতরণের উদ্বোধন করা হয়।

বাগেরহাট জেলা প্রশাসক মো. জাহাংগীর আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য দেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ্যাডভোকেট মীর শওকাত আলী বাদশা। এসময় উপস্থিত ছিলেন জেলা খাদ্য নিয়ন্ত্রক বাবুল হোসেনসহ স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ।

আয়োজকরা জানান, বাগেরহাটের ৯ টি উপজেলার ৭৫টি ইউনিয়নের ৮৯ হাজার ৪’শ ২টি পরিবারকে ১০ টাকা কেজি দরে মাসে ৩০ কেজি করে চাল বছরে ৫ মাস দেওয়া হবে। প্রতি ৫’শ জন কার্ডধারীর জন্য একজন ডিলার দিয়ে সপ্তাহে শুক্র, শনি ও মঙ্গলবার চাল কিনতে পারবে।

(একে/এএস/সেপ্টেম্বর ০৮, ২০১৬)