গৌরবের ধন

এই জগতের অর্ধেক, স্রষ্টার অসীম সৃষ্টি
স্বর্গের অমিয় সুধা, জনম জনমের মমতার আধার
কতো সুন্দর অবয়ব আমাদের সহযাত্রীর!

হাতের মুঠোয় তার আলোক বর্ষের আলো
আর নয় দেহ-মনে কোনো নির্যাতনের দাগ
ওদের অন্ধ ঘরের বন্ধ জানালা খুলে দাও
ধরিত্রীর জীর্ণ বাগানে ফুল ফুটবে গৌরবের
ওরা মূল্যবান! ওরা জ্ঞানের ধনে হবে ধনবান!

ওদের সুযোগ দাও পাখি হবার
নিষ্কণ্টক সুযোগ দাও ডানা মেলার
ওরা তীক্ষè ঠোঁটে নিয়ে আসবে উন্নয়নের নিউট্রন!

খ’সে পড়বে বোধের দেয়াল থেকে পুরনো শ্যাওলা
উজ্জ্বল হবে আমার দেশ, আমার নব প্রজন্ম;
আমরা মাথা উঁচু ক’রে বলবো-
ওরা আমাদের সম্ভাবনাময় গৌরবের ধন দ্যাখো-
ওরা বাংলাদেশের নারী!