গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের টঙ্গী বিসিক শিল্পনগরীতে কয়েল কারখানায় বয়লার বিস্ফোরণে ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অর্ধশত।

শনিবার (১০ সেপ্টেম্বর) ভোরে চম্পাকো কয়েল কারখানায় এ ঘটনা ঘটে। বিস্ফোরণের পর কারখানাটিতে আগুন ছড়িয়ে পড়ে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট। নিহতদের মধ্যে দুই ঘটনাস্থলে এবং একজনের ঢামেকে মৃত্যু হয়।

আহতদের মধ্যে ১৪ জনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আনা হয়েছে। পরে এদের মধ্যে ঢাকা মেডিকেলে আরো একজনের মৃত্যু হয়। এরা হলেন আনোয়ার হোসেন (৪০) ও ২০ বছরের নিহত নারীর পরিচয় এখনো পাওয়া যায়নি।

গুরুতর আহত কয়েল কারখানাটির শ্রমিক রুবেল জানান, তারা ভোরে কাজে যোগদানের পর পরই কারখানার বয়লার বিস্ফোরিত হয়।

জয়দেবপুর ফায়ার সার্ভিসের স্টেটেশন কর্মকর্তা মো. রফিকুজ্জামান জানান, সকালে বয়লার বিস্ফোরণে ঘটনায় ৩ জন নিহত হয়েছে। এ ঘটনায় কমপক্ষে আরো ৫০জন আহত হয়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভাতে ও উদ্ধার কাজ করছে। হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে।

ঢাকা ফায়ার সার্ভিসের ওয়্যার ইন্সপেক্টর পলাশ মদক জানান, টঙ্গীতে বয়লার বিস্ফোরণ হয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে হতাহতের সংখ্যা সঠিকভাবে জানা যায়নি।

(ওএস/অ/সেপ্টেম্বর ১০, ২০১৬)