সালথা (ফরিদপুর) প্রতিনিধি : জাতীয় সংসদের উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী এমপি বলেছেন, আমি সালথা-নগরকান্দায় বহু উন্নয়ন করেছি। এই উন্নয়নের ধারা অব্যাহত রেখে আমি সালথা-নগরকান্দাকে নগর বানাবো। এ সময় তিনি নারীদের উদ্দেশ্যে করে বলেন, নারীরা শিক্ষিত না হলে সন্তান শিক্ষিত হতে পারে না। তাদের শিক্ষা-দীক্ষায় এগিয়ে যেতে হবে। তিনি উপস্থিত জনগণকে বলেন, আমি দিতে এসেছি, নিতে নয়।

আমাদের দেশের মানুষ গরীব হতে পারে কিন্তু তাদের মন উদার মায়া-মমতাহীন নয়। মঞ্চে উপস্থিত তাঁর জ্যেষ্টপুত্র আয়মন আকবার বাবলু চৌধুরীকে উদ্দেশ্য করে জনগণকে বলেন, আমার এ সন্তান বিদেশে পড়া-লেখা করতো। আমি ওকে আপনাদের জন্য বিদেশ থেকে নিয়ে এসেছি। এ সন্তানকে আপনাদের দিয়ে গেলাম। আমি যদি না থাকি আমার চেহারা ওর মধ্যে দেখবেন। আপনাদের সহযোগিতায় অসমাপ্ত কাজগুলো আমার সন্তান সম্পূর্ণ করবে।

সোমবার সকাল ১১ টায় ফরিদপুরের সালথা উপজেলার গট্টি ইউনিয়নের ভাবুকদিয়া গ্রামের আকস্মিক ঘুর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রান বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসময় সম্মানিত অতিথি হিসাবে বক্তব্য রাখেন নগরকান্দা উপজেলা আওয়ামী লীগের সভাপতি, বিশিষ্ট শিক্ষানুরাগী বীর মুক্তিযোদ্ধা আয়মন আকবার চৌধুরী বাবলু।

গট্টি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবু জাফর মোল্যার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সালথা উপজেলা চেয়ারম্যান মোঃ ওয়াহিদুজ্জামান, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ মোবাশ্বের হাসান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক উজ্জামান ফকির মিয়া, নগরকান্দা উপজেলা সাধারণ সম্পাদক মোঃ বেলায়েত হোসেন, সালথা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ফজলুল মতিন বাদশা মিয়া, সাংগঠনিক সম্পাদক চৌধুরী সাব্বির আলী, উপজেলা যুবলীগের সভাপতি খায়রুজ্জামান বাবু, গট্টি ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান লাভলু, যুবলীগের সহ-সভাপতি শওকত হোসেন মুকুল, ওয়াসিম জাফর, সাংগঠনিক সম্পাদক মোঃ বাদল হোসেন, মোঃ মামুন মিয়া প্রমূখ।

(এএনএইচ/অ/সেপ্টেম্বর ১২, ২০১৬)