ভয় পেয়ো না

ঘুন পোকারা একটু একটু করে
কুরে কুরে খেয়ে ফেলছে সম্পর্ক।

স্নেহের সম্পর্ক শ্রদ্ধার সম্পর্ক হবে
এক সূতোয় বাধা মৌলিক বন্ধন।
থাকবে অটুট গাঁথুনি...।
থাকবেনা যৌগিক ক্রিয়া!

যেখানে
অর্থ আর আভিজাত্যের রূঢ় খসখসানি
খনখনিয়ে হেসে উঠতে পারে অবলীলায়
যন্ত্রণারা কর্কশ ভাবে ঠুকরাতে পারে
কুরুচি ব্যবহারে ধরতে পারে ঘৃণ্য অরুচি
সাধুতার আড়ালে লুকাতে পারে নীচতা
অল্প জ্ঞানের অহংবোধ থাকতে পারে বেশি
সেখানে
সবুজ পাতারা হয়ে যেতে পারে বিবর্ণ ধূসর।

ভয় পেয়োনা তুমি, আসে রাতের পর দিন।
নাইবা এলো দিন, হারিয়ে যাবে নিঃসীমে
না হয় মিশে যাবে চিরন্তন অসীমে
যেখানে তোমায় মিশতেই হবে একদিন।