ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি : দৈনিক আমাদের সময় পত্রিকার নিজস্ব প্রতিবেদক ও ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলামের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ও হামলাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবিতে সোমবার মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে ত্রিশালে কর্মরত সাংবাদিকবৃন্দ।

ত্রিশাল প্রেসক্লাবের আয়োজনে প্রেসক্লাবের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধন ও প্রতিবাদ সভায় প্রেসক্লাবের সভাপতি খোরশিদুল আলম মুজিবের সভাপতিত্বে বক্তব্য রাখেন, ত্রিশাল প্রেসক্লাবের সাবেক সভাপতি মোখলেছুর রহমান সবুজ, ত্রিশাল বার্তা পত্রিকার সম্পাদক ও প্রকাশক শামীম আজাদ আনোয়ার, প্রেসক্লাবের সাধারন সম্পাদক মোস্তাফিজ নোমান, মানবজমিন পত্রিকার প্রতিনিধি খালিদ মাসুদ, সম্মানিত সদস্য মামুনুর রশিদ, প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক মোহাম্মদ সেলিম, সাহিত্য সম্পাদক ফয়জুর রহমান ফরহাদ, কবি নজরুল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি সজিব আহমেদ, সাংগঠনিক সম্পাদক মেহেদী জামান লিজন, পারফেক্ট মডেল স্কুলের প্রধান শিক্ষক সাইফুল আলম তুহিন, ত্রিশাল সিটি মডেল স্কুলের প্রধান শিক্ষক বুলবুল আহমেদ, সাংবাদিক আবু রায়হান, বাবু প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন দৈনিক আমাদের সময় পত্রিকার ত্রিশাল প্রতিনিধি এইচ.এম জোবায়ের হোসাইন।

(এমআরএন/এএস/সেপ্টেম্বর ১৯, ২০১৬)