গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় ডায়রিয়া রোগের প্রকোপ ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে।

জানা গেছে, বন্যার পানি শুরিয়ে যাওয়ায় খাল-বিল, নদী-নালা কর্দমাক্ত হয়ে পড়েছে। এতে করে আবহাওয়া অনুকূলে না থাকায় বন্যা পরবর্তি সময়ে ডায়রিয়া রোগের প্রকোপ দেখা দিয়েছে।

আক্রান্ত এলাকাগুলো হচ্ছে-সোনারায়, তারাপুর, হরিপুর, বেলকা, কাপাসিয়া, চন্ডিপুর, কঞ্চিবাড়ি ও শ্রীপুর। উক্ত এলাকাগুলো থেকে প্রতিদিন ৪/৫ জন ডায়রিয়ায় আক্রান্ত মানুষ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হচ্ছে। এ রোগে শিশু ও বৃদ্ধ-বৃদ্ধারা বেশি আক্রান্ত হচ্ছে। অনেকেই স্থানিয় কমিউনিটি ক্লিনিকসহ পল্লী চিকিৎসকের নিকট চিকিৎসা নিচ্ছেন।

এদিকে গতকাল এ রোগে আক্রান্ত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন হযরত আলী, নুরভানু, মনেয়ারা বেগম, রশিদা বেগম, আকলিমা খাতুন। এছাড়া অনেকেই প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি চলে যাচ্ছে। এ ব্যাপারে কর্তব্যরত চিকিৎসক ডাঃ আকিকুন্নাহার পপি জানান, বন্যা পরবর্তি বিশুদ্ধ খাদ্য ও পানীয়জলের অভাব এ রোগের অন্যতম কারণ।

এ রোগ মোকাবেলা করার জন্য স্বাস্থ্য কমপ্লেক্সে পর্যাপ্ত ওষুধ ও স্যালাইন রয়েছে বলেও ওই চিকিৎসক জানান।

(এসআইআর/এএস/সেপ্টেম্বর ১৯, ২০১৬)