জীবন যেখানে অস্থির

পাপ জমে জমে তুমি আমি
সবাই বেসামাল ।
পৃথিবীর আর্তনাদ তুমি আমি
না শুনলেও নিষ্পাপ প্রানে
আগুনের তাপ লাগে ।
মোবাইলের প্রোফাইলে যার যেমন খুশি
ভালো মন্দ গ্রহন করছি.
চোখের প্রােফাইলে মস্তিষ্কের যন্ত্র
বন্ধ হয়ে যাবার পথে ।
আয়নাতে হিংস্র নরপশু মানুষরুপী দানব দেখার ইচ্ছেও রাখেনা ।
আয়না মানুষের মনের আবেগকে
ফুটিয়ে তোলে।
তীব্র জিঘাংসা মানব সমাজকে
কুড়ে কুড়ে খায় প্রতিনিয়ত।
সূর্যের তেজ আর চাঁদের শান্ত আচ্ছাদন অবলীলায় সেবন করছে
পাপিষ্ঠ নরাধমের কীর্তি কলাপ।
মাতাল পৃথিবী একদম একা,
আমি/তুমি সবাই দিব্য চোখে দেখছি
কারো কিছুই বলার নেই।
সময়ের কালি মাথা মুখোশের ফলে সভ্য সমাজ বার বার মনে করিয়ে দেয়
তোমরা টিভি মোবাইলের কুরুচি কথা আর বাজারের সস্তা বিকৃতি বই
এ থেকে বিরত থাকো ।
সমূদ্র সৈকতে অবগাহন করো,
বিশুদ্ধ হও সমুদ্রের অস্থির জলতরঙএ
নিজেকে বিলিয়ে দাও ,
নিজের ঠিকানা খুঁজে নাও। ।