নিউজ ডেস্ক : সাউথ কোরিয়ান প্রতিষ্ঠান স্যামসাংয়ের আলোচিত ফোন গ্যালাক্সি নোট ৭ বিস্ফোরণের ঘটনায় প্রতিষ্ঠানটি ব্যবহারকারীদের ফোন প্রতিস্থাপন করে দেয়ার আশ্বাস দিয়েছিল। আর ঘোষণা অনুযায়ী আগামী ২১ সেপ্টেম্বর থেকে নতুন ফোন বাজারে আনছে স্যামসাং।

২১ সেপ্টেম্বর অস্ট্রেলিয়াতে এবং তার একদিন আগে ইউরোপের কয়েকটি দেশে পৌঁছে যাবে এই নতুন ফোনটি৷ ভারতে আগাম বুকিং শুরু হলেও বিক্রি শুরু হয়নি এই ফোনটির। তাই ভারতের বাজারে নতুন পরীক্ষিত ফোনগুলিই প্রথম বিক্রি হবে৷ প্রতিস্থাপিত নিরাপদ ফোনগুলিকে চিহ্নিত করা হয়েছে ফোনের বাক্সে একটি কালো চৌকো চিহ্ন দিয়ে৷ অর্থাৎ যারা ফোন ফিরিয়ে দিয়েছিলেন এবং প্রতিস্থাপন করার আবেদন জানিয়েছিলেন তারা নতুন মোড়কে পাবেন এই ফোন। পুরনো লোগো সরিয়ে তাতে নতুন লোগো থাকবে এবার।

গ্যালাক্সি নোট ৭ বিক্রির দুই সপ্তাহের মধ্যেই বিশ্বব্যাপী ৩৫টি ব্যাটারী বিস্ফোরণের অভিযোগ পায় স্যামসাং। পরবর্তীতে অভিযোগ আমলে নিয়ে অনুসন্ধান করলে এর সত্যতা প্রকাশ পায়। এর প্রেক্ষিতে স্যামসাং গ্যালাক্সি নোট ৭ ফিরিয়ে নেওয়ার ঘোষণা দেয় এবং বিক্রি হওয়া ফোনগুলো বদলে দিবে বলেও জানায়।

প্রসঙ্গত এখন পর্যন্ত ১ লক্ষ ৩০ হাজার ফোন প্রতিস্থাপন করেছে স্যামসাং।

(ওএস/অ/সেপ্টেম্বর ২০, ২০১৬)