রাজশাহী প্রতিনিধি : রাজশাহীর বহরমপুর সিটি বাইপাস মোড়ে কেয়া পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রেলগেটের গার্ড রুম গুড়িয়ে দিলে ঘুমন্ত স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে চাপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে আসা বাসটি নিয়ন্ত্রণ হারালে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় অন্তত আরো ১৫ জন নিহত হয়েছেন।

নিহতরা হলেন, একই এলাকার বশির (৪০) ও রেশমা (৩৮)। বর্তমানে তাদের মরদেহ রামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। তবে আহতদের নাম পাওয়া যায়নি।

স্থানীয়রা জানান, মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা কেয়া পরিবহনের একটি বাস নগরীর বহরমপুর সিটি বাইপাস এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রেল গেটের গার্ডরুম গুড়িয়ে দেয়। এসময় ওই রুমে থাকা ঘুমন্ত স্বামী-স্ত্রী ঘটনাস্থলেই মারা যান।

এ ঘটনায় আরো ১৫ জন আহত হয়েছেন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ ঘটনাস্থল থেকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

এ ব্যাপারে রাজপাড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমান উল্লাহ জানান, ঘাতক বাসটিকে থানায় নিয়ে আসা হয়েছে। তবে বাসের ড্রাইভার পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয় নি। তাকে আটকের চেষ্টা চলছে।

(ওএস/এএস/সেপ্টেম্বর ২১, ২০১৬)