স্টাফ রিপোর্টার : পরিবহন খাতে শৃঙ্খলা রক্ষা এখন অগ্রাধিকার বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। 

পরিবহন ব্যবস্থাপনায় বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ-বিআরটিএকে সর্বোচ্চ পেশাদারিত্ব, সততা এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে কাজ করতে হবে উল্লেখ করে তিনি বলেন, কর্তব্য পালনে কোনো গাফিলতি এবং অনিয়ম সহ্য করা হবে না।

মন্ত্রী মঙ্গলবার দুপুর কেরানীগঞ্জের ইকুরিয়ার বিআরটিএ অফিস আকস্মিক পরিদর্শন শেষে একথা বলেন। এসময় মন্ত্রী জনগণের ভোগান্তি নিরসনে কর্মকর্তা-কর্মচারীদের সেবার মানসিকতা নিয়ে কাজ করার নির্দেশ দেন।

তিনি বলেন, বিআরটিএ’র সেবার মান কিছুটা উন্নতি হলেও কর্মকর্তা-কর্মচারীদের আরো দক্ষতা বাড়াতে হবে। দালালদের দৌরাত্ম্য কমলেও এখনও কিছু ক্ষেত্রে ভোগান্তির অভিযোগ রয়েছে।

মন্ত্রী বলেন, ইতোমধ্যে বিআরটিএ’র কিছু কিছু সেবা দেয়া হচ্ছে অনলাইনে। এ ব্যবস্থা আরো সম্প্রসারণ করা হবে।

এর আগে তিনি বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন-বিআরটিসি’র জোয়ার সাহারা এবং মতিঝিল ডিপো পরিদর্শন করেন।

পরিদর্শনকালে মন্ত্রী অকেজো গাড়ি দ্রুত মেরামতের নির্দেশ দেন। এসময় যাত্রীসাধারণের অনুরোধে কুড়িল-বাড্ডা-রামপুরা-গুলিস্তান এবং আজিমপুর-নিউমার্কেট-শাহবাগ-প্রেসক্লাব-মতিঝিল রুটে বিআরটিসি’র দুটি বাস পরিচালনার নির্দেশ দেন।

(ওএস/এএস/সেপ্টেম্বর ২১, ২০১৬)