আতিকুর রহমান দর্জী : আজ ঢাকায় শুরু হয়েছে চতুর্থ আরবান ডায়ালগ ২০১৬। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী সিনেট ভবনে দু'দিনব্যাপী এই আয়োজন চলবে।

আরবান আই, এনজিও ফোরাম এবং ঢাকা বিশ্ববিদ্যালের ডিজাস্টার সাইন্স এন্ড ম্যানেজমেন্টের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত এই ডায়ালগে দেশের দুই সিটি কর্পোরেশনের দুই মেয়র নারায়ন গঞ্জের ডা.সেলিনা হায়াত আইভী ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আনিসুল হক বিশেষ গুরুত্বপূর্ন বক্তব্য রাখছেন বলে জানিয়েছেন বাংলাদেশে কার্যক্রম পরিচালনাকারী একটি এনজিও সুইস কন্টাক্ট এর কর্মকর্তা জনাব রাশেদ হাসান দীপন।

রাশেদ হাসান দীপন আরোও জানান,২১ ও ২২ সেপ্টেম্বর প্রতিদিন সকাল নয়টা থেকে শুরু হওয়া এই ডায়ালগ চলবে বিকেল পাঁচটা পর্যন্ত।

(এআরডি/এএস/সেপ্টেম্বর ২১, ২০১৬)