বিনোদন ডেস্ক : বাংলাদেশ টেলিভিশনের পাশাপাশি সরাসরি খেলা দেখাবে বেসরকারি স্যাটেলাইট চ্যানেল মাছরাঙা ও গাজী টিভি।

গাজী টিভি সরাসরি সম্প্রচারে পাশাপাশি বিশ্বকাপ ফুটবলের টুকিটাকি সব খবর এবং পর্যালোচনামুলক টক শো প্রচার করবে। টক শোতে অংশগ্রহণ করবেন বাংলাদেশী ফুটবলাররা।

খেলার পাশাপাশি মাছরাঙা টেলিভিশন প্রতিদিন বিশেষ অনুষ্ঠান ও সংবাদ প্রচার করবে। ম্যাচ বিশ্লেষণ, পরিসংখ্যান ও নানা তথ্য নিয়ে প্রতিদিন সন্ধ্যা ৭টা ৩৫ মিনিটে প্রচারিত হবে ‘ফুটবল ফিভার’, রাত ৯টা ২০ মিনিটে প্রচারিত হবে ‘ব্রাজুকা ব্রাজিল’।

উদ্বোধনী ও সমাপনী দিনের বিশেষ অনুষ্ঠানও প্রচার করবে চ্যানেল তিনটি।

সাও পাওলোতে এবারের উদ্বোধনী ম্যাচে স্বাগতিক ব্রাজিলের মুখোমুখি হবে ক্রোয়েশিয়া।


প্রতিবারের মতো এবার উদ্বোধনী অনুষ্ঠানে থাকবে বর্ণিল আয়োজন, থাকবে ৬০০ সাম্বা শিল্পীর সম্মিলিত পরিবেশন তবে অফিসিয়াল থিম সংয়ের শিল্পী জেনিফার লোপেজকে মঞ্চে দেখা যাবে না বলে জানিয়েছে ফিফার গভর্নিং বডি। থাকবেন র‍্য্যাপার পিটবুল ও কণ্ঠশিল্পী ক্লদিয়া লেইত্তে।

রিওডি জেনিরোর মারাকানায় ফাইনাল ম্যাচের মাধ্যমে ১৩ জুলাই পর্দা নামবে ফুটবলের এই বৃহত্তম আসরের।
(ওএস/এএস/জুন ১১, ২০১৪)