মাদারীপুর প্রতিনিধি : মাদারীপুর সদর উপজেলার ২৬ পুটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বুধবার থেকে মিড ডে মিল কার্যক্রম শুরু হয়েছে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্কুল পরিচালনা পর্ষদের সভাপতি আক্তার হোসেন মাতুব্বর।

অনুষ্ঠানে জেলা প্রশাসক মো. কামাল উদ্দিন বিশ্বাস শিক্ষার্থীদের মধ্যে টিফিন বাক্সভর্তি খাবার দিয়ে কার্যক্রমের উদ্বোধন করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান পাভেলুর রহমান শফিক খান।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার শহীদুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার মো. শফিউর রহমান, অধ্যাপক মকবুল হোসেন, প্রধানশিক্ষক ইয়াছমিন আরা মেরী, বাদল হাওলাদার প্রমুখ।

জেলা প্রাথমিক শিক্ষা অফিসার শহীদুল ইসলাম জানান, শীঘ্রই প্রত্যেক ইউনিয়ন ও পৌরসভায় একটি করে বিদ্যালয়ে মিড ডে মিল কার্যক্রম শুরু হবে। স্কুল শিক্ষার্থীরা খাবার পেয়ে বেজায় খুশি হয়েছে উপস্থিত সকলকে জানান। শিক্ষার্থীরা আরও জানান, খাবার পেয়ে তারা এখন থেকে নিয়মিত বিদ্যালয়ে উপস্থিত হবে।

(এএসএ/এএস/সেপ্টেম্বর ২১, ২০১৬)