দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি : নিসচা’র উদ্যোগে বিশিষ্ট সাংবাদিক ও দৈনিক যুগান্তরের প্রাক্তণ দাউদকান্দি প্রতিনিধি মরহুম শহীদুর রহমান বাবুলের ১৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বিকালে নিরাপদ সড়ক চাই (নিসচা) কুমিল্লা উত্তর জেলা শাখা দাউদকান্দি আদর্শ উচ্চ বিদ্যালয় হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করে।

নিরাপদ সড়ক চাই (নিসচা) কুমিল্লা উত্তর জেলা শাখার সভাপতি সাংবাদিক লিটন সরকার বাদলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, দাউদকান্দি আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলহাজ্ব মোঃ জসিম উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন, দাউদকান্দি পৌর প্যানেল মেয়র মোঃ রকিব উদ্দিন রকিব, নিরাপদ সড়ক চাই (নিসচা) কুমিল্লা উত্তর জেলা শাখার সাধারণ সম্পাদক মতিন সৈকত, যুগ্ম সাধারণ সম্পাদক ও দাউদকান্দি প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মোঃ আলমগীর হোসেন, মোসাঃ নার্সিগ রহমান প্রমূখ। স্মরণ সভায় সঞ্চালনা করেন, বাংলাদেশ ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের প্রধান নির্বাহী ও নিরাপদ সড়ক চাই (নিসচা) কুমিল্লা উত্তর জেলা শাখার প্রচার সম্পাদক এস.এম. মিজান।

উল্লেখ্য যে, দৈনিক যুগান্তরের প্রাক্তণ দাউদকান্দি প্রতিনিধি শহীদুর রহমান বাবুল ২০০১ সালের ২১ সেপ্টেম্বর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিজ উপজেলার গাজীপুর পেট্রোল পাম্পে সন্নিকটে মর্মান্তিক এক সড়ক দুঘর্টনায় নিহত হয়।

(এএকে/এএস/সেপ্টেম্বর ২২, ২০১৬)