নিউজ ডেস্ক : প্রীতিলতা ওয়াদ্দেদার [১৯১১-১৯৩২] । প্রথম বাঙালি নারী শহীদ। তিনি চির স্মরণীয় একজন ব্যক্তিত্ব। ২৩ সেপ্টেম্বর এই বীরকন্যার আত্মাহুতির ৮৪ বছর পূর্ণ হচ্ছে। এদিন প্রীতিলতা স্মরণে একটি ওয়েব সাইট চালু করা হচ্ছে।

বীরকন্যার জন্মদিন উপলক্ষে ২৩ সেপ্টেম্বর বিকেল ৪টা ৩০ মিনিটে হোটেল সোনার গাঁওয়ের ব্যালকুনি হলে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ‘প্রীতিলতা’ চলচ্চিত্রের সঙ্গে সংশ্লিষ্টরা এই উদ্যোগ নিয়েছেন।

অনুষ্ঠানে প্রীতিলতার নামে (www.banglarpritilata.com) ওয়েব সাইট উদ্বোধন করা হবে। এর পাশাপাশি থাকছে আলোচনা সভা।

আয়োজকরা জানান, ‘এ সময়েও কেন প্রীতিলতা গুরুত্বপূর্ণ’ শীর্ষক আলোচনা সভায় বক্তব্য রাখবেন ফেরদৌসী প্রিয়ভাষীনি, মমতাজ উদ্দিন আহমেদ, বিবি রাসেল, সেলিনা হোসেন, আয়শা খানম, শিমুল ইউসুফ, কাজী রোজী, শ্যামল দত্ত প্রমুখ।

(ওএস/এএস/সেপ্টেম্বর ২২, ২০১৬)