পাবনা প্রতিনিধি : ঈশ্বরদী পুলিশের বিশেষ অভিযানে পাকশীতে আলম হোসেন (৩৫) রিভলবারসহ গ্রেফতার হয়েছে। বুধবার দিবাগত রাত ২টার দিকে পাকশী রেলওয়ে কলোনীর একটি বাসা হতে তাকে আটক করা হয় বলে ঈশ্বরদী থানা পুলিশ নিশ্চিত করেছে।

আলমের বাড়ি পাকশী ইউনিয়নের দিয়াড় বাঘইল এলাকায় এবং তার বাবার নাম সাইদার আলী প্রামাণিক। ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ আব্দুল হাই তালুকদারের নেতৃত্বে পাকশী পুলিশ ফাঁড়ির আইসি জান মোহাম্মদ আলমগীর হোসেন ও একদল পুলিশ গোপন সূত্রের খবর পেয়ে এই অভিযান চালায়।

ওসি জানান, এসময় তার বাসা হতে পাকিস্তানী আট বোরের রিভলবারটিও পাওয়া যায়। আলমের বাড়ি দিয়াড় বাঘইলে হলেও সে দীর্ঘদিন রেলওয়ের কোয়ার্টার দখল করে অবৈধভাবে বসবাস করছিল। আলমের বিরুদ্ধে ঈশ্বরদী থানায় ৫টি এবং রেলওয়ে থানায় ১টি ডাকাটির মামলা রয়েছে বলে থানা পুলিশ নিশ্চিত করেছে।

আলম হোসেন পাকশী ইউনিয়নের ৭নং ওয়ার্ড যুবলীগের সভাপতি বলে পাকশী ইউনিয়ন যুবলীগের সভাপতি আনোয়ার হোসেন নিশ্চিত করেছেন। থানায় আটক আলম জানায়, সে পাবনা জেলা অটো টেম্পু চালক সমিতির সাধারণ সম্পাদক।

(এসকেকে/এএস/সেপ্টেম্বর ২২, ২০১৬)