তবু ভালবাসি

এই যে বয়ে যাওয়া নদী,উত্তাল স্রোত
দুপাশের দুর্বল তীর,ধরে রাখা রোধ।

হ্যাঁ, আমি এই নদীর তীর,
তুমি উপছে পড়া নিষ্ঠুর ঢেউ।
বয়স বেড়েছে নদী আর তীরের
সাথে আমাদের ভালবসারও।

এক সময় তুমি যত্নে আমায় ছুঁয়ে দিতে কত,
আর এখন উপচে পড়ো মাতালের মত।

নদীর দুর্বল তীর আরো দুর্বল হয়ে পড়ে,
তোমার নিষ্ঠুরতার আঘাতে।
আমি সহ্য করে যায় এটা ভেবে,
আমার কষ্টেই তো তোমার সুখ।

দাও কষ্ট যত পারো বক্ষ নদীর তীরে,
সহ্য করো যাবো প্রিয় যত পারি ধীরে।