মাদারীপুর প্রতিনিধি : মাদারীপুর প্রেসক্লাবের ১১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। কমিটির আহবায়ক হয়েছেন জেলার প্রবীণ সাংবাদিক মো.শাহ্জাহান খান।

১৯৭০ সালে দৈনিক পূর্বদেশ পত্রিকার মাদারীপুর মহাকুমা প্রতিনিধি হিসেবে মো. শাহ্জাহান খান সাংবাদিকতা শুরু করেন। পরবর্তীতে ১৯৭৫ সাল থেকে অদ্যবদি দৈনিক ইত্তেফাক পত্রিকার মাদারীপুর সংবাদদাতা হিসেবে কাজ করে আসছেন। এর পূর্বে তিনি ১৭ বছর প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। সাংবাদিকতার পাশাপাশি তিনি বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংঠনের গুরুত্বপূর্ণ দায়িত্বে আছেন।

কমিটির অন্য সদস্যরা হলেন পাভেলুর রহমান শফিক খান, জাহাঙ্গীর কবির, মাহাবুবুর রহমান বাদল, গোলাম মাওলা আকন্দ, ইয়াকুব খান শিশির, সুবল বিশ্বাস, সেলিম ফরাজী, জহিরুল ইসলাম খান, আয়শা সিদ্দিকা আকাশী, সঞ্জয় কর্মকার অভিজিৎ।
গত ১৬ সেপ্টেম্বর শুক্রবার সার্কিট হাউজে প্রেসক্লাবের উন্নয়ন বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মো. কামাল উদ্দিন বিশ্বাস এর সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নৌপরিবহণমন্ত্রী শাজাহান খান। এ সময় জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। ঐ সভার পরেই প্রেসক্লাবের আহবায়ক কমিটি গঠন করা হয়।

আহবায়ক কমিটি গঠনের পরে শুক্রবার সন্ধ্যায় প্রেসক্লাবে কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করে প্রেসক্লাবের আহবায়ক শাহজাহান খান। সভায় উপস্থিত ছিলেন পাভেলুর রহমান শফিক খান, মাহাবুবুর রহমান বাদল, গোলাম মাওলা আকন্দ, ইয়াকুব খান শিশির, সেলিম ফরাজী, জহিরুল ইসলাম খান, আয়শা সিদ্দিকা আকাশী, সঞ্জয় কর্মকার অভিজিৎ।

(এএসএ/এএস/সেপ্টেম্বর ২৪, ২০১৬)