স্টাফ রিপোর্টার : বিদেশে বাংলাদেশের তিনটি ব্যাংক প্রায় ৩৯ কোটি টাকা লাভ করেছে। ওই তিনটি ব্যাংক হচ্ছে সোনালী, জনতা ও এবি ব্যাংক।

সংসদ সদস্য মোরশেদ আলমের এক প্রশ্নের উত্তরে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এই তথ্য জানান।

অর্থমন্ত্রী বলেন, বিদেশে বাংলাদেশের তিনটি ব্যাংকের নিট মুনাফা ৩৮ কোটি ৯২ লাখ টাকা। গত ২০১৩ ক্যালেন্ডার বছরে ওই তিনটি ব্যাংক আয় করেছিল ১০৬ কোটি ৪০ লাখ টাকা। ব্যয় হয়েছে ৬৭ কোটি ৪৮ লাখ টাকা। এই আয়-ব্যয়ের হিসেবে ওই পরিমাণ নিট মুনাফা অর্জিত হয়েছে।

অর্থমন্ত্রী জানান, ভারতের কলকাতা ও শিলিগুড়ি এবং সংযুক্ত আরব আমিরাতে সোনালী ব্যাংকের একটি করে শাখা রয়েছে। ভারতের মুম্বাইয়ে রয়েছে এবি ব্যাংকের একটি শাখা। আর আবুধাবি, শারজাহ ও আল আইন এলাকায় রয়েছে জনতা ব্যাংকের শাখা।

বিদেশে আরো কয়েকটি বেসরকারি ব্যাংকের শাখা থাকলেও অর্থমন্ত্রীর তথ্যে তা পাওয়া যায়নি।

সংসদ সদস্য মোহাম্মদ সুবিদ আলী ভূঁইয়ার অপর এক প্রশ্নের উত্তরে অর্থমন্ত্রী বলেন, বর্তমানে বার্ষিক মাথাপিছু আয় ১ হাজার ১৯০ মার্কিন ডলার। বৈদেশিক মুদ্রার রিজার্ভের পরিমাণ ২০ দশমিক ৩৫ বিলিয়ন মার্কিন ডলার (৩ জুন, ২০১৪)।

(ওএস/এস/জুন ১১, ১০১৪)