স্পোর্টস ডেস্ক : টানা প্রায় দশ মাস পর আবার ওয়ানডে ক্রিকেটে ফিরছে বাংলাদেশ। আগামীকাল আফগানিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচে মাঠে নামবে টাইগাররা। আইসিসির সহযোগী দেশ হলেও সাম্প্রতিক সময়ে দারুণ উন্নতি করেছে আফগানরা। তাই স্বাভাবিকভাবেই তাদের হালকাভাবে নিচ্ছে না স্বাগতিকরা। সমীহ করে খেললেও শুরু থেকেই আক্রমণাত্মক ক্রিকেট খেলবেন বলে জানান বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।

শনিবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘অবশ্যই আমরা আক্রমণাত্মক ক্রিকেট খেলতে চাই। আমরা যেভাবে শেষ করেছি সেভাবেই খেলা শুরু করতে চাই। অনেক সময় আমাদেরকে রক্ষণাত্মক খেলতে হয়। শুরুতে আমরা চাইব আমাদের সেরা ক্রিকেটটাই খেলতে। সেরা ক্রিকেট বলতে অবশ্যই এটা না যে মানসিকভাবে আমরা রক্ষণাত্মক হয়ে খেলব।’

শুক্রবার বিসিবি একাদশের বিপক্ষে একমাত্র প্রস্তুতি ম্যাচে বড় জয় পেয়েছে আফগানিস্তান। সে ম্যাচে তাদের বোলিং লাইন আপ ছিল চোখে পড়ার মত। বিশেষ করে তিন লেগস্পিনারকে নিয়ে বেশ আলোচনা সৃষ্টি করেছে তারা। তাই তাদের পুরো দলকেই সম্মান করছেন মাশরাফি। তবে নিজেদের শক্তিমত্তা সম্পর্কে জানেন তিনি। সেরাটা দিতে পারলে ভালো ফলাফল হবে বলেই আশা করছেন বাংলাদেশ অধিনায়ক।

‘আফগানিস্তানের বোলিং অ্যাটাক অবশ্যই খুব ভালো। আসলে তাদের পুরো দলটাকেই আমরা সম্মান করছি। অবশ্যই তারা ভালো দল। একটা ব্যাপার হচ্ছে আমরা নিজেরা বিশ্বাস করি বিশ্বের সেরা বোলিং লাইন আপ এখন আমাদের আছে। এটাই আমরা বিশ্বাস করি। মূল হচ্ছে একটা আন্তর্জাতিক ম্যাচ যখন আমরা খেলতে নামব তখন নিজেরা কি বিশ্বাস করি সেটা গুরুত্বপূর্ণ। আমরা আমাদের নিজেদের বিশ্বাস, স্ট্রেন্থ নিয়েই আমরা খেলতে নামব।’

উল্লেখ্য, আফগানদের বিপক্ষে এর আগে দুটি ম্যাচে মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। ২০১৪ সালে এশিয়া কাপে ঘরের মাঠে হারার পর ২০১৫ সালে অস্ট্রেলিয়া বিশ্বকাপে জয় পায় বাংলাদেশ। আগামীকাল নিজেদের ছারিয়ে যাবার লক্ষ্যে মাঠে নামবে দুই দল।

(ওএস/এএস/সেপ্টেম্বর ২৪, ২০১৬)