বাকৃবি (ময়মনসিংহ) প্রতিনিধি : শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, দেশের জনসংখ্যার অর্ধেকেই তরুণ। তরুণদের উৎপাদনশীল ও দক্ষ করে গড়ে তুলতে হবে। তাদের উন্নয়নের অগ্রদূত হতে হবে।

তিনি বলেন, শুধু শিক্ষিতের হার সংখ্যায় বাড়ালে চলবে না, গুণগত মানও বাড়াতে হবে। সেই সঙ্গে অর্জিত জ্ঞান যাতে তারা খারাপ কাজে লাগাতে না পারে সেদিকে শিক্ষক ও অভিভাবকদের সতর্ক থাকতে হবে।

শনিবার বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনে বাংলাদেশ সোসাইটি অফ অ্যাগ্রোনমি (বিএসএ) আয়োজিত ১৫তম সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, দেশের মোট জিডিপির ১৭ ভাগই আসে কৃষি থেকে। জনসংখ্যার ৪৭ ভাগ মানুষই কৃষি খাতের সঙ্গে জড়িত। কৃষিপণ্য উৎপাদনে বাংলাদেশ বিশ্বে এক অনন্য উদাহরণ। আগে আমরা রিলিফ নিয়েছি আর এখন দিতে শুরু করেছি। আমাদের খাদ্যাভ্যাসে পরিবর্তন এলে আমরা আরও এগিয়ে যাবো।

বিএসএ সংগঠনের সভাপতি মো. আবদুল জলিলের সভাপতিত্বে সম্মেলনে ভিশনারি বক্তব্য রাখেন- জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার বাংলাদেশ প্রতিনিধি মাইক রবসন।

কৃষিতত্ত্ব ও উপজীবিকা বিষয়ে মূলপ্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষিতত্ত্ব বিভাগের অধ্যাপক আবদুল কাদের ও ফ্রিল্যান্স কনসালটেন্ট মইন-আস-সালাম।

(ওএস/এএস/সেপ্টেম্বর ২৪, ২০১৬)