স্টাফ রিপোর্টার : বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা মহানগর উত্তরের অন্যতম গুরুত্বপূর্ণ ইউনিট নিউ মডেল বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সফল সাধারণ সম্পাদক নুরুল আহাদ চয়নের প্রথম মৃত্যবার্ষিকী ছিল ২৪ সেপ্টেম্বর শনিবার। এই উপলক্ষে নিউ মডেল বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের আয়োজনে কলেজ প্রাঙ্গণে এক স্মরণ সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

নিউ মডেল বিশ্ববিদ্যালয় কলেজ মাননীয় অধ্যক্ষ প্রফেসর মোঃ রুহুল আমীনের সভাপতিত্বে স্মরণ সভায় বক্তব্য রাখেন, ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগ সাবেক সাধারণ সম্পাদক ও ঢাকা মহানগর আওয়ামীগের উপপ্রচার ও প্রকাশনা সম্পাদক তরুণ আওমীলীগ নেতা আজিজুল হক রানা, বাংলাদেশ ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি কাজী এনায়েত, বাংলাদেশ ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক লালন, ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সভাপতি সৈয়দ মিজানুর রহমান, বৃহত্তর ধানমন্ডি থানা ছাত্রলীগের সাবেক সভাপতি মোঃ নাজিমুদ্দীন বাবু, বাংলাদেশ ছাত্রলীগের সহসভাপতি ও ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সিনিয়র সহসভাপতি আসিফুল্লাহ মিথুন, ঢাকা মহানগর ছাত্রলীগের সাবেক যুগ্মসাধারণ সম্পাদক আব্দুল্লাহ রানা,নিউ মডেল কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এসআই রুমী প্রমুখ।

বক্তারা সবাই ছাত্রলীগ নেতা হিসাবে চয়নের প্রসংশা করার পাশাপাশি চয়নের সাথে তাদের ব্যক্তিগত স্মৃতিচারণ করে চয়নের রূহের মাগফিরাত কামনা করেন। ছাত্রলীগের সব নেতাই তাদের বক্তব্যে নিউ মডেল বিশ্ববিদ্যালয়ে নির্মাণাধীন ভবনের অডিটোরিয়াম চয়নের নামে নামকরণের দাবী পুনঃব্যক্ত করেন। সভাপতির সমাপনী বক্তব্যে নিউ মডেল কলেজের অধ্যক্ষ প্রভেসর মোঃ আমীন অডিটোরিয়ামটি চয়নের নামেই হবে বলে পুনরায় সবাইকে আশ্বস্থ করেন।

উক্ত অনুষ্ঠানে চয়নের পরিবারের মধ্যে উপস্থিত ছিলেন চয়েনর বড় ভাই ফরিদপুর কোতয়ালী থানা সেচ্ছাসেবকলীগের সভাপতি ইমরান হোসেন লিমন, বড় বোন তাহমিনা আক্তার, মেঝো ভাই ফরিদপুর জেলা যুবলীগের যুগ্ম-আহবায়ক মুজাহিদ হোসেন রিপন এবং মামা বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় নেতা এবং দৈনিক বাংলা ৭১ ও উত্তরাধিকার ৭১ নিউজের সহকারি সম্পাদক রিয়াজুল ইসলাম রিয়াজ। এছাড়া আরও উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম, তেজগাঁও শিল্পাঞ্চল থানা ছাত্রলীগের সভাপতি জিল্লুর রহমান জীবন, ঢাকা পলিটেকনিক কলেজ ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান, ঢাকা মহানগর ছাত্রলীগের যুগ্মসাধারন সম্পাদক ফারুক আহমেদ, বাংলাদেশ ছাত্রলীগের সহসভাপতি নুর আলম ভুইয়া রাজু, বাংলাদেশ ছাত্রলীগের সহসভাপতি শাহাদত হোসেন রাজন, নিউমার্কেট থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সালাউদ্দিন মাসুম, নিউ মডেল কলেজ ছাত্রলীগের নেতা পিয়ার, জিহাদ, মেহেদী, ঢাকা মহানগর (ঊত্তর) ছাত্রলীগের সহ-সম্পাদক সজীব ও মনির, ঢাকা মহানগর ঊত্তর ছাত্রলীগের ক্রিয়া সম্পাদক তিতাস সহ ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ ছাত্রলীগ ও বাংলাদেশ ছাত্রলীগের নেতা কর্মী উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, নিউ মডেল বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক জনপ্রিয় ছাত্রনেতা নুরুল আহাদ চয়ন ২০১৫ সালের ২৪ সে সেপ্টেম্বর ঈদুল আজহার ছুটিতে মোটর সাইকেল যোগে ঢাকা থেকে তাঁর গ্রামের বাড়ী ফরিদপুর যাওয়ার পথে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হন। তাঁকে ফরিদপুর শহরের আলীপুর কবর স্থানে দাফন করা হয়েছে।