পাবনা প্রতিনিধি : পাবনার ঈশ্বরদীর পদ্মা নদীতে বিলুপ্ত প্রায় চিতল মাছের ডিম ও রেণু পোনা আহরণ শুরু হয়েছে। নদীর সাঁড়াঘাট এলাকায় চিতল মাছের অভয়াশ্রম থেকে ওই রেণু পোনা আহরণ শুরু হয়।

মৎস্য অধিদপ্তরের উপপরিচালক ড. জোয়ার্দার মো. আনোয়ারুল হক বুধবার দুপুরে এই রেণু পোনা আহরণ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন।

এ সময় উপস্থিত ছিলেন : মৎস্য অধিদপ্তরের কর্মকর্তা বেলাল হোসেন, পাবনা জেলা মৎস্য কর্মকর্তা আব্দুল জলিল মিঞা, ঈশ্বরদী উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ ইয়াহিয়া প্রমুখ।

প্রথম দিনে প্রায় লক্ষাধিক রেণু পোনা সংগ্রহ করা হয় বলে জানান সংগ্রহকারীরা।

(ওএস/এস/জুন ১১, ১০১৪)