স্পোর্টস ডেস্ক : আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে ম্যাচ দিয়ে প্রায় ছয় মাস পর আবার আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছে বাংলাদেশ। সিরিজের প্রথম ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বেলঅ আড়াইটায়।

সিরিজের প্রথম ওয়ানডেতে জয় দিয়ে শুরু করতে চায় বাংলাদেশ। তাই এ ম্যাচ নিয়েও দারুণ সতর্ক টাইগাররা। কোনো রকম পরীক্ষা-নিরীক্ষায় যাচ্ছে না তারা। প্রথম ম্যাচ থেকেই সেরা একাদশ নিয়ে মাঠে নামছে তারা।

এর আগে ছয় মাস আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে আছে বাংলাদেশ। গত মার্চে ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ মাঠে আন্তর্জাতিক ক্রিকেট খেলেছিল মাশরাফিরা। কিন্তু ঘরের মাঠে মাশরাফির দল ওয়ানডে খেলে গত বছর নভেম্বরে। এরপর জিম্বাবুয়ে ও এশিয়া কাপে টি-টোয়েন্টি ম্যাচ খেলে তাও সেই ফেব্রুয়ারিতে।

বাংলাদেশ একাদশ :
তামিম ইকবাল, সৌম্য সরকার, ইমরুল কায়েস, মুশফিকুর রহীম, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), তাইজুল ইসলাম, রুবেল হোসেন ও তাসকিন তাসকিন।

আফগানিস্তান দল :
আসগর স্টানিকজাই (অধিনায়ক), মোহাম্মদ শাহজাদ (উইকেটরক্ষক), রহমত শাহ, মীরওয়েজ আশরাফ, দৌলত জাদরান, সামিউল্লাহ শেনওয়ারি, মোহাম্মদ নবী, রশিদ খান, হাসমতউল্লাহ শাইদি, ফরিদ আহমেদ, আমির হামজা, নাজিবুল্লাহ জাদরান, নওরোজ মঙ্গল, নাভিনুল হক, করিম জানাত, সাব্বির নুরি, ও ইহসানউল্লাহ জানাত।

(ওএস/এএস/সেপ্টেম্বর ২৫, ২০১৬)