স্টাফ রিপোর্টার : রাজধানীর গুলশানের হলি আর্টিসান রেস্তোরাঁয় জঙ্গি হামলার ঘটনায় দায়ের করা মামলায় কল্যাণপুরের জঙ্গি আস্তানা থেকে আহত অবস্থায় আটক রাকিবুল হাসান রিগ্যানকে ৬ দিনের রিমান্ড দিয়েছেন আদালত।

রবিবার তাকে আদালতে হাজির করে মামলার সুষ্ঠু তদন্তের জন্য ১০ দিনের রিমান্ডের আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটের পরিদর্শক হুমায়ুন কবির।

শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম গোলাম নবী তার ৬ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

প্রসঙ্গত, গত ২৫ জুলাই ভোরে কল্যাণপুরের ৫ নম্বর রোডের ‘জাহাজ বাড়ি’তে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চালানো অপারেশন স্টোর্ম-২৬ এ আহত অবস্থায় আটক হয় রিগ্যান। এ অভিযানে সন্দেহভাজন ৯ জঙ্গি নিহত হয়।

কল্যাণপুরের এ জঙ্গিদের সঙ্গে গুলশান হামলার সম্পৃক্ততা পায় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এরপর আটক রিগ্যানকে গুলশান হামলার ঘটনায় দায়ের করা মামলায় গ্রেফতার দেখায় পুলিশ।

(ওএস/এএস/সেপ্টেম্বর ২৫, ২০১৬)