২০১৪-১৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে মোবাইল ফোন সিমের ওপর নির্ধারিত ৩০০ টাকা ও সিম রিপ্লেসমেন্টের জন্য আরোপিত ১০০ টাকা কর তুলে নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে অ্যাসোসিয়েশন অব মোবাইল টেলিকম অপারেটরস অব বাংলাদেশ (অ্যামটব)।

তারা বলেছেন, এ ধরনের ট্যাক্স বসানো হলে সিম বিক্রি কমে যাবে। ফলে সরকারের রাজস্ব আয়ও কমে যাবে বলে মনে করে সংগঠনটি।

বুধবার রাজধানীর রূপসী বাংলা হোটেলে এক সংবাদ সম্মেলনে অ্যামটবের মহাসচিব আই এম নুরুল কবীর এ কথা বলেন।

সংবাদ সম্মেলনে আমদানি করা মোবাইল হ্যান্ডসেট এবং স্থানীয় হ্যান্ডসেটের ওপর কর কমিয়ে দেওয়ার দাবি জানান নুরুল কবীর।

তিনি বলেন, ‘পৃথিবীতে সবচেয়ে কম দামে মোবাইল টেলিযোগাযোগের সুযোগ প্রদানকারী এ খাতটির ওপর উচ্চ হারে করারোপ অগ্রগতিকে ব্যাহত করবে।’

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন রবির চিফ অপারেটিং অফিসার মাহতাব উদ্দিন আহমেদ, গ্রামীণফোনের পরিচালক ইশতিয়াক হাসান চৌধুরী, এয়ারটেলের চিফ অব কর্পোরেট অ্যাফেয়ার্স আশরাফ এইচ চৌধুরী, সিটিসেলের নিশাদ আলী খান ও বাংলালিংকের ভারপ্রাপ্ত চিফ ফিন্যান্সিয়াল অফিসার শামসুদ্দিন আহমেদ।

এদিকে বুধবার পৃথক সংবাদ সম্মেলনে আমদানি করা মোবাইল হ্যান্ডসেটের ওপর থেকে ১৫ শতাংশ কর প্রত্যাহারের দাবি জানিয়েছে বাংলাদেশ মোবাইল ফোন ইম্পোটার্স অ্যাসোসিয়েশনের নেতা মোস্তফা রফিকুল ইসলাম।

তিনি বলেন, ‘আমদানি করা মোবাইলের ওপর নতুন করে করারোপ এ খাতের ওপর নেতিবাচক প্রভাব ফেলবে। এখন বছরে দুই কোটি মোবাইল ফোন আমদানি করা হয়। তা কমে যাবে।’

(ওএস/এস/জুন ১১, ১০১৪)