অজিত কুমার দাশ হিমু, কক্সবাজার : বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার। এখানে প্রতিবছর ১০লাখের অধিক পর্যটকের সমাগম ঘটে। এর অন্যতম কারণ সমুদ্র সৈকতে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা। এমনটাই জানালেন সমুদ্র সৈকতে কর্মরত কিটকট ব্যবসায়ীরা। তারা জানান সৈকতে সার্বক্ষনিক ট্যুরিষ্ট পুলিশের উপস্থিতি।

পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীদের সদাচারণ এবং সেবার মনোভাব। অন্যদিকে সমুদ্র সৈকতে পর্যাপ্ত বিনোদন ব্যবস্থা না থাকায় তারা হতাশ। পর্যটন ব্যবসায়ীদের ধারনা, যদি সমুদ্র সৈকত সহ অন্যান্য পর্যটন স্পটে পর্যাপ্ত বিনোদনের ব্যবস্থা করা যেতো তবে পর্যটকের সংখ্যা দিন দিন আরো বৃদ্ধি পেতো। পাশাপাশি সমুদ্র, পাহাড় ও প্রাচীন নিদর্শনের জনপদ কক্সবাজার। এক্ষেত্রে দীর্ঘমেয়াদী পরিকল্পনা নেয়া হলে এ খাত থেকে জাতীয় রাজস্ব আয় বাড়বে ব্যাপকভাবে এমনটাই মনে করনে তারা।

পর্যটন শিল্পের সাথে জড়িতদের এমন দাবির পাশাপাশি, পর্যটক আকর্ষণে পর্যটন কেন্দ্রগুলোর ভিজুয়াল প্রেজেন্টেশন বাড়ানোর পাশাপাশি পর্যটকদের জন্য নতুন নতুন নয়নাভিরাম স্থান ও স্থানীয় কৃষ্টি-কালচারকে তুলে ধরার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।

ট্যুরিষ্ট পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) হোসাইন মোঃ রায়হান কাজেমী জানান, ট্যুরিস্ট পুলিশ সমুদ্র সৈকতে আগত পর্যটকদের পাশাপাশি স্থানীয়দের নিরাপত্তার জন্য নিরলস কাজ করে যাচ্ছে। ফলে পর্যটকরা নির্বিঘ্নে দিন রাত সৈকতে শান্তিপূর্ণভাবে অবস্থান করতে পারছেন।

কক্সবাজার সোসাইটির সহ-সভাপতি এডভোকেট আহছান উল্লাহ বলেন, বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার। কক্সবাজার সমুদ্র সৈকতের এই বৈশিষ্ট্য গর্ব করার মতো হলেও তা পর্যটকদের সেভাবে আকর্ষণ করতে পারেনি পর্যটন সংক্রান্ত সুযোগ-সুবিধার অভাবে। দেশী-বিদেশি পর্যটক আকর্ষণ বাড়াতে সরকারকে আরো বেশী উদ্যোগ গ্রহণ করতে হবে।

কক্সবাজার হোটেল মালিক গ্রুপের সাধারণ সম্পাদক রমজান আলী সিকদার জানান, কক্সবাজারে পর্যটক বাড়াতে হলে সমুদ্র সৈকতের ব্যবহৃত অংশের পাশাপাশি অব্যবহৃত অংশকে ব্যবহার উপযোগী করে গড়ে তুলতে হবে। অব্যবহৃত অংশে পুলিশ প্রশাসনকে পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। ফলে কক্সবাজার থেকে টেকনাফ পর্যন্ত সমুদ্রের নীল জল আর বিশাল ঢেউ পর্যটকরা উপভোগ করতে পারবেন ওই স্পট গুলোতে বসে। তাছাড়া সমুদ্র সৈকতের তীরজুড়ে ১২০ কিলোমিটার দীর্ঘ মেরিন ড্রাইভ সড়ক ঘেষে বয়ে যাওয়া সমুদ্র সৈকতে বিদেশি পর্যটক আকর্ষণে গড়ে তুলতে হবে দৃষ্টিনন্দন ওয়াটার কিনডম।

(একেডি/এএস/সেপ্টেম্বর ২৬, ২০১৬)