বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের সুপতি এলাকা থেকে বনদস্যু জাহাঙ্গীর বাহিনীর হাতে অপহৃত ৪ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড পশ্চিম জোনের সদস্যরা। সোমবার দুপুরে সুন্দরবনের সুপতি ষ্টেশন সংলগ্ন শাপলা ফরেস্ট ক্যাম্প এলাকা থেকে অপহৃত এসব জেলেদের উদ্ধার করা হয়।

কোস্টগার্ড পশ্চিম জোনের অপারেশন অফিসার লে: এম ফরিদুজ্জামান জানান, বনদস্যু জাহাঙ্গীর বাহিনীর সদস্যরা মুক্তিপণের দাবিতে অপহৃত জেলেদের পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের সুপতি ষ্টেশন সংলগ্ন শাপলা ফরেস্ট ক্যাম্প এলাকায় আটকে রেখেছেন এমন সংবাদের ভিত্তিতে সোমবার দুপুর ১২টার দিকে সেখানে অভিযান চালায় কোস্টগার্ড সদস্যরা।

এ সময় বনদস্যুরা তাদের ট্রলার নিয়ে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করলে কোস্টগার্ড সদস্যরা ওই ট্রলারটি ধাওয়া করে। ধাওয়ার এক পর্যায়ে বনদস্যুরা তাদের ট্রলারে থাকা ৪ জিম্মিকে নদীতে ফেলে দিয়ে দ্রুত ট্রলার চালিয়ে পালিয়ে যায়। উদ্ধার হওয়া জেলেরা হলো শ্যামল, বিমল, কমল ও শিপু বলে জানায় কোস্টগার্ড। পরে নদী থেকে ওই ৪ জেলেকে উদ্ধার করে বিকালে তাদের নিজ বাড়ি বরগুনার পাথরঘাটা উপজেলার হোসেনপুর থানার পরীঘাটা গ্রামে পাঠিয়ে দেয়।

(একে/এএস/সেপ্টেম্বর ২৬, ২০১৬)