স্টাফ রিপোর্টার : দেশের প্রত্যেকটি জেলায় রেল লাইন স্থাপন করা হবে বলে জানিয়েছেন পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

সোমবার বিকেলে দশম জাতীয় সংসদের দ্বাদশ অধিবেশনে প্রশ্নোত্তরপর্বে সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতনের এক সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

এর আগে বিকেল ৫ টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে দিনের কার্যসূচি শুরু হয়।

পরিকল্পনা মন্ত্রী বলেন, দেশের প্রতিটি জেলাকে রেল যোগাযোগের আওতায় আনার পরিকল্পনা রয়েছে সরকারের। যেসব জেলায় রেল লাইন নেই, সেসব জেলায় নতুন রেল লাইন স্থাপন করা হবে।

‘আর যেসব জেলায় রেল লাইন আছে, সেসব লাইন সংস্কার করা হবে। যা এখন অনেকেরই দাবি।’

(ওএস/এএস/সেপ্টেম্বর ২৬, ২০১৬)