রাজশাহী প্রতিনিধি : রাজশাহীর বাঘা উপজেলায় পৃথক দুর্ঘটনায় ২ জন নিহত হয়েছেন। এদের একজন সড়ক দুর্ঘটনায় এবং অপরজন গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

জানা গেছে, বুধবার দুপুরে আড়ানী-বাঘা সড়কের পাঁচপাড়া রাজার মোড় নামক স্থানে বালু বোঝাই ট্রলির ধাক্কায় মোসলেম উদ্দিন মোল্লা (৬৫) নামের এক বৃদ্ধ ঘটনাস্থলেই মারা যান। তিনি একই এলাকার মৃত মনির উদ্দিন মোল্লার ছেলে।

এলাকাবাসী জানান, মোসলেম উদ্দিন আড়ানী বাজার থেকে বাইসাইকেল নিয়ে নিজ বাড়ি ফিরছিলেন। এ সময় বালু বোঝাই ট্রলির ধাক্কায় ঘটনাস্থলে নিহত হন তিনি। এ ঘটনায় ট্রলির চালক আছের আলীকে গণপিটুনি দিয়ে একটি ঘরে আটকিয়ে রাখেন এলাকাবাসী। পরে পুলিশ গিয়ে চালক ও ট্রলি উদ্ধার করে থানায় নিয়ে আসে।

অপরদিকে বুধবার দুপুরে বাবা মায়ের ওপর অভিমান করে উর্মি (১৬) নামের এক কিশোরী নিজ শয়ন কক্ষের তীরের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। উর্মি উপজেলার বাউসা ইউনিয়নের পরিবার পরিকল্পনা বিভাগের ভিজিটর জাহানারা বেগম টুনুর মেয়ে। নিহত উর্মির বাবার নাম স্বপন। বাড়ি নওগাঁর মান্দা উপজেলা সদর এলাকায়।

বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুর রহমান জানান, আটক ট্রলি চালকের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এছাড়া ফাঁস দিয়ে আত্মহত্যার ঘটনায় অপমৃত্যুর মামলা করা হবে বলে জানান তিনি।

(ওএস/এস/জুন ১১, ১০১৪)