স্টাফ রিপোর্টার : তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, গণতান্ত্রিক যাত্রায় এখন প্রধান বাধা মিথ্যাচার। সরকারের অগ্রযাত্রাকে ব্যাহত করতে এখন প্রধান হাতিয়ার মিথ্যাচার ও খণ্ডিত তথ্য।

মঙ্গলবার সচিবালয়ে তথ্য অধিদফতর সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। ২৮ সেপ্টেম্বর আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

বিএনপির প্রতি ইঙ্গিত করে তথ্যমন্ত্রী বলেন, শেখ হাসিনা সরকার দায়িত্ব গ্রহণ করার পর থেকেই একদিকে সামরিক সরকার ও সাম্প্রদায়িকতার জঞ্জাল দূর করতে কাজ করছে। অন্যদিকে, গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রুপ দিতে কাজ করছে। সমগ্র সমাজ উন্নয়নের গতি দিতে ডিজিটাইজেশন করেছে। কিন্তু সরকারের সব উন্নয়ন কাজ ব্যাহত করতে মিথ্যাচার করা হচ্ছে। মিথ্যাচার ও খণ্ডিত তথ্যের ফানুসে সরকারের উন্নয়ন তারা ব্যাহত করতে চায়।

মন্ত্রী বলেন, সরকার যখন সশস্ত্র জঙ্গিদের দমন করছে, তখন জঙ্গিদের রাজনৈতিক কর্মী, ভালো মানুষ বলে মিথ্যাচার করা হচ্ছে। অথচ জঙ্গিদের বাবা মা জঙ্গি হবার কারণে তাদের লাশ নিচ্ছে না। মিথ্যাচার ও খণ্ডিত তথ্যের থেকে রক্ষা পেতে সকলকে তথ্য আইনের সঠিক প্রয়োগ করতে হবে।

তথ্যমন্ত্রী বলেন, প্রতি বছরের ন্যায় এবারো রাজধানীসহ জেলা-উপজেলায় দিবসটি পালন উপলক্ষে ব্যাপক কার্যক্রম হাতে নেয়া হয়েছে। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে দুপুরে অনুষ্ঠিত হবে দিবসের মূল অনুষ্ঠান। এতে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ। এর আগে একটি বণাঢ্য র্যালি ও পরে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে।

এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, শেখ হাসিনা সরকার গণমাধ্যমের বিকাশে সব সময় আন্তরিক। এ সরকারের সময়েই গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত হয়েছে। কোন সাংবাদিককে নিগৃহীত করা হয়নি। যে কয়েক জনের কথা বলা হচ্ছে, তারা কেউ সাংবাদিকতা বিধি নিষেধের জন্য গ্রেফতার হয়নি। কেউ রাজনৈতিক দলের কর্মী বা অন্য কারণে গ্রেফতার হয়েছেন।

(ওএস/এএস/সেপ্টেম্বর ২৭, ২০১৬)