বেরোবি প্রতিনিধি : রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের আয়োজনে পালিত হল আন্তজার্তিক তথ্য জানার অধিকার দিবস। দিবসটি উপলক্ষে আজ বুধবার দুপুর ১২ টায় বিভাগের শিক্ষক-শিক্ষর্থীবৃন্দের অংশগ্রহণে বিশাল শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রা শেষে কবি হেয়ত মামুদ ভবনের সামনে সংক্ষিপ্ত আলোচনাসভার আয়োজন করা হয়।

গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের বিভাগীয় প্রধান ড. মো. নজরুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তৃতা করেন, বিভাগের প্রতিষ্ঠাকালীন বিভাগীয় প্রধান ও অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মো. মোর্শেদ হোসেন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও বিভাগের সহকারী অধ্যাপক মো. তাবিউর রহমান প্রধান প্রমুখ।

‘তথ্য পেলে মুক্তি মেলে’ স্লোগান ধারণ করে সভায় বক্তারা বলেন, ‘তথ্য জানা প্রত্যেক মানুষের অধিকার। রাষ্ট্রের দায়িত্ব প্রত্যেক মানুষের তথ্য অধিকার নিশ্চিত করা।’

তথ্যকে শক্তি উল্লেখ করে জীবনের প্রতিটি ক্ষেত্রে তথ্য লাভের অবাধ স্বাধীনতা নিশ্চিতের ব্যাপারে প্রত্যেক মানুষকে সচেতন হতে হবে এবং অন্যকে তথ্য লাভে সহায়তা করতে হবে বলে বক্তারা অভিমত দেন।

(এসআরএস/এএস/সেপ্টেম্বর ২৮, ২০১৬)