গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি : গাইবান্ধা গোবিন্দগঞ্জে বৃহস্পতিবার সকালে বিদ্যুৎতায়িত হয়ে মো. নুরুল আমিন (৫৫) ও তার ছোট ভাই নাহিদ হোসেন মিতু (৩৫) নামে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে।

তারা উপজেলার কোচাশহর ইউনিয়নের জগৎনাথপুর গ্রামের আজগর আলীর ছেলে। এরমধ্যে নুরুল আমিন ধর্মা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও নাহিদ হোসেন মিতু রংপুর চিনিকলের ইক্ষু উন্নয়ন সহকারী হিসেবে কর্মরত ছিলেন।

স্থানীয়রা জানান, সকালে নিজ বাড়িতে কাপড় শুকানোর জি আই তারে কাপড় শুকাতে দিতে গিয়ে হঠাৎ বিদ্যুতায়িত হন নাহিদ। বিদ্যুতায়িত ভাইকে বাঁচাতে বড় ভাই নুরুল আমিন ছুটে এসে নাহিদকে স্পর্শ করলে তিনিও বিদ্যুতায়িত হন।

এরপর স্থানীয়রা বিদ্যুৎ লাইন বন্ধ করে তাদেরকে উদ্ধারের পর চিকিৎসার জন্য বগুড়া শজিমেক হাসপাতালে পাঠালে কর্তব্যরত ডাক্তার তাদের মৃত ঘোষণা করেন।

কোচাশহর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মোশারফ হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, একই সঙ্গে দুই ভাইয়ের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এ ব্যাপারে গোবিন্দগঞ্জ থানা পুলিশকে অবগত করা হয়েছে।

(এসআরডি/এএস/সেপ্টেম্বর ২৯, ২০১৬)