নড়াইল প্রতিনিধি : নড়াইলে শারদীয উৎসব সুষ্ঠ ও সুুন্দরভাবে সম্পন্ন করতে প্রশাসনের সাথে পূজা উদযাপন কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুরে নড়াইল কেন্দ্রীয় টাউন কালিবাড়ি মন্দিরে জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি অশোক কুমার কুন্ডুর সভাপতিত্বে এ সভা অনু্িষ্ঠত হয়।

সভায় জানানো হয়, এবছর নড়াইল জেলায় ৫৭৫টি পূজা মন্ডপে শারদীয় উৎব অনুষ্ঠিত হচ্ছে। সুষ্ঠ ও শান্তিপূর্ণভাবে এবং উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করতে পুলিশ ও আনসারের পাশাপাশি স্বেচ্ছাসেবকরা দায়িত্ব পালন করবে।

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন নড়াইল জেলা প্রশাসক হেলাল মাহমুদ শরীফ, জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস, অতিরিক্ত পুলিশ সুপার এসএম কামরুজ্জামান, সদর উপজেলা চেয়ারম্যাান মনিরুল ইসলাম সহ পূজা উদযাপন কমিটির নের্তৃবৃন্দ।

(টিএআর/এএস/সেপ্টেম্বর ৩০, ২০১৬)