সোনাগাজী (ফেনী) প্রতিনিধি : চলমান প্রক্রিয়া অব্যহত থাকলে ২০২১ সালের মধ্যে সারাদেশ ও  ২০১৭ সালের জুনের মধ্যে সোনাগাজী উপজেলায় শতভাগ বিদ্যুতায়ন হবে।

সোনাগাজী পৌরসভায় শতভাগ বিদ্যুতায়ন উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল মঈন উদ্দিন। তিনি অারো বলেন, শিক্ষার্থীদের সুবিধার্থে সন্ধ্যা ৬ টা থেকে রাত ৯ টা পর্যন্ত নিরবিচ্ছিন্ন বিদ্যুত থাকা প্রয়োজন।

শুক্রবার সকাল ১১ টায় উপজেলা মিলনায়তনে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, ফেনী পল্লী বিদ্যুত সমিতির সভাপতি মোহাম্মদ ইলিয়াছ ও সঞ্চালনা করেন ডিজিএম মহি উদ্দিন মোশায়েদুল্যাহ।

এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান জেড. এম কামরুল অানাম, পৌর মেয়র অ্যাড. রফিকুল ইসলাম খোকন, পল্লী বিদ্যুতের নির্বাহি প্রকৌশলী আতাউর রহমান খান, মহা ব্যাবস্থাপক মিজানুর রহমান, মডেল থানার অফিসার ইনচার্জ মো. হুমায়ুন কবির, সমিতির পরিচালক মাস্টার শফিকুল ইসলাম।

অন্যান্যের মধ্যে অারো বক্তব্য রাখেন, মহিলা কলেজের অধ্যক্ষ নিতাই চরন ভৌমিক, মুক্তিযোদ্ধা কমান্ডার সৈয়দ নাছির উদ্দিন, ডেপুটি কমান্ডার ইসমাইল হোসেন, কাউন্সিলর নুর নবী লিটন, শেখ আবদুল হালিম মামুন, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নাছির উদ্দিন রিপন, বিআরডিবির চেয়ারম্যান ফারুক হোসেন প্রমুখ। এ সময় বক্তারা ২৪ ঘন্টা বিদ্যুত সরবরাহের দাবী জানান এবং ভুতুড়ে বিলের অভিযোগ করেন।

অনুষ্ঠান শেষে বাতি জ্বেলে প্রায় তিন কোটি টাকা ব্যয়ে পৌর এলাকায় ১২২টি স্পটে ৯৭০ জন গ্রাহকের মাঝে নতুন সংযোগ লাইনের উদ্বোধন করেন অতিথিবৃন্দ। এর পর পৌর প্রাঙ্গণে শতভাগ বিদ্যুতায়নের ফলক উম্মোচন করেন বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল মঈন উদ্দিন।

(এসএমআই/এএস/সেপ্টেম্বর ৩০, ২০১৬)