ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : টানা চার দিনের ধর্মঘটে প্রায় শূন্যের কোটায় নেমে এসেছে আখাউড়া স্থলবন্দরের আমদানি-রপ্তানি বাণিজ্য।

আখাউড়া স্থল শুল্ক স্টেশনের সহকারী কমিশনার মো. মিজানুর রহমান জানিয়েছেন, আগরতলা স্থলবন্দরের ব্যবসায়ীদের ধর্মঘটের কারণে গত রোরবার থেকে এ বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে। ফলে প্রতিদিন প্রায় ২ কোটি টাকার বৈদেশিক মুদ্রা অর্জন থেকে বঞ্চিত হচ্ছে বাংলাদেশ।

এর আগে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী- বিএসএফ ও গ্রামবাসীদের সংর্ঘষের পরিপ্রেক্ষিত গত শনিবারও আখাউড়া স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ ছিল। ৫ দিন ধরে আমদানি-রপ্তানি বন্ধ থাকায় বাংলাদেশ প্রায় ১০ কোটি টাকার বৈদেশিক মুদ্রা থেকে বঞ্চিত হয়েছে।

এ বিষয়ে আগরতলা স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মনিষ বিশ্বাস জানান, বিষয়টি নিয়ে আগরতলা পৌর পরিষদ কর্তৃপক্ষের সাথে দফায় দফায় বৈঠক হচ্ছে। আশা করছি আগামি রোববারের মধ্যে বিষয়টি মীমাংসা হবে।

আখাউড়া স্থলবন্দর সূত্রে জানা গেছে, আগরতলা স্থলবন্দর এলাকায় গাড়ি পার্কিং করলে ৫ হাজার রুপি জরিমানা করা হবে-এ সিদ্ধান্তের প্রতিবাদে গত রোববার থেকে ভারতের আগরতলার ব্যবসায়ীরা আমদানি-রপ্তানি বন্ধ করে দিয়ে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট পালন করছেন। এই স্থলবন্দর দিয়ে প্রতিদিন মাছ, পাথর, সিমেন্ট, ইট, বালি, শুটকি, প্লাস্টিকসামগ্রী ও তুলাসহ প্রায় ৩২টি বাংলাদেশি পণ্য ভারতের পূর্বাঞ্চলীয় ৭ টি রাজ্যে রপ্তানি হয়।

(ওএস/এস/জুন ১১, ১০১৪)