গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি : গাইবান্ধার গোবিন্দগঞ্জের রংপুর চিনিকলের ইক্ষু খামারের জমি অবৈধভাবে দখল করে স্থাপিত সন্ত্রাসী আস্তানা উচ্ছেদে প্রশাসনের নিরব ভূমিকার প্রতিবাদে আজ শনিবার মহিমাগঞ্জে রেলপথ অবরোধ করে বিক্ষোভ করেছে চিনিকলের আখচাষী, শ্রমিক-কর্মচারী ইউনিয়ন এবং স্থানীয় আওয়ামীলীগ নেতা-কর্মীরা।

পূর্ব ঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে সকাল আটটায় একটি বিশাল বিক্ষোভ মিছিল নিয়ে স্থানীয় আওয়ামীলীগ নেতৃবৃন্দ, শ্রমিক-কর্মচারী, আখচাষী, এলাকার সাধারণ মানুষ মহিমাগঞ্জ রেলস্টেশনে এসে অবস্থান গ্রহণ করেন। সকাল নয়টায় সান্তাহার থেকে লালমনিরহাটগামী ২১ নং আপ পদ্মরাগ এক্সপ্রেস ট্রেনটি মহিমাগঞ্জ স্টেশনের হোম সিগনালে পৌঁছালে সকাল অবরোধকারীরা লাইনের উপর শুয়ে পড়ে সেটি অবরোধ করে রাখে।

সকাল থেকেই এখানে বোনারপাড়া রেলওয়ে থানার ওসির নেতৃত্বে একদল রেলওয়ে পুলিশ ও রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্য এবং গোবিন্দগঞ্জ থানার ওসি অতিরিক্ত পুলিশ নিয়ে এসে অবস্থান গ্রহণ করে থাকে। বিক্ষোভ চলাকালে মহিমাগঞ্জ রেলস্টেশনে একটি সমাবেশ শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি মুক্তিযোদ্ধা আ. মতিনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। বক্তারা বলেন, পূর্বঘোষিত আজকের এ শান্তিপূর্ণ সমাবেশ ঠেকাতে বিভিন্ন আগ্নেয়াস্ত্র নিয়ে যত সংখ্যক পুলিশ সদস্য এখানে এসেছেন, তার অর্ধেক পুলিশ এ্যাকশনে গেলেই ২৫-৩০ জনের তীর-ধনুক সজ্জিত সন্ত্রাসী বাহিনীকে সমূলে উচ্ছেদ করা সম্ভব।

অথচ একটি অদৃশ্য শক্তির ইশারায় প্রশাসন নিরব ভূমিকা পালন করছে। আগামি ৮ অক্টোবরের মধ্যে সন্ত্রাসীদের উচ্ছেদ করে চিনিকলের জমি দখলমুক্ত না করলে একযোগে রাজপথ ও রেলপথ অবরোধের ঘোষণা দিয়ে বক্তব্য রাখেন, গোবিন্দগঞ্জ উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সম্পাদক ও মহিমাগঞ্জ ইউপি চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধান, স্থানীয় আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. আনোয়ারুল ইসলাম প্রধান, আওয়ামীলীগ নেতা আ.ওয়াহেদ বিএসসি, জামিল আহমেদ, খন্দকার হামিদুল ইসলাম, আতিকুর রহমান আতিক, আখচাষী সমিতির সভাপতি জিন্নাত আলী প্রধান, শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান দুলাল, সহ- সভাপতি আব্দুস ছালাম, সহ-সম্পাদক ফারুক হোসেন ফটু প্রমুখ।

সকাল ১১টায় প্রশাসনের পক্ষ থেকে গোবিন্দগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আহম্মদ আলী ঘোষিত সময়ের মধ্যেই সৃষ্ট সমস্যার সমাধানে যৌথ বাহিনীর সমন্বয়ে অভিযান চালানোর ঘোষণা দিলে ২ ঘন্টা পর রেলপথের অবরোধ তুলে নেন হরতালকারীরা।

(এসআরডি/এএস/অক্টোবর ০১, ২০১৬)